রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

চোখের সমস্যা, চশমা নয় ড্রপেই যাবে দেখা!

রিপোর্টার / ৩৬২ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কাছের জিনিস দেখার ক্ষেত্রে সমস্যায় আছেন, চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না? এখন থেকে চশমা ছাড়াই দেখা যাবে। কীভাবে? চোখের নতুন একটি ড্রপ আবিষ্কার করেছেন বিশেষজ্ঞরা। এই আই ড্রপ ব্যবহারের ফলে চশমা ছাড়াই কাছের জিনিস দেখা যাবে।

দ্য সানডে মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ভুইটি নামক ড্রপ দিনে একবার ব্যবহার করতে হয়। চলতি মাসে এটি যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশনে লেখা শুরু করেছেন চিকিৎসকরা।

ভুইটি প্রস্তুতকারকরা বলছে, এই ড্রপ ব্যবহারকারীরা চশমা ছাড়াই স্বাভাবিকভাবে কাছের জিনিস দেখতে পারবেন। ড্রপটি ব্যবহার করলে দূরের জিনিস দেখার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না।

রচেস্টারের সেন্টার ফর ভিজ্যুয়াল সায়েন্স-এর চক্ষু বিশেষজ্ঞ ডা. স্কট ম্যাকরে বলেছেন, যারা কাছের জিনিস দেখার ক্ষেত্রে চশমা পরতে চান না, তাদের জন্য দারুণ কার্যকর এই ড্রপ। যদিও এই ড্রপের ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে ম্যাকরে জড়িত নন। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ) ড্রপটির অনুমোদন দেওয়ার পর এর পক্ষে সাফাই দেন তিনি।

জানা গেছে, চলতি বছরের অক্টোবরে ড্রপটির অনুমোদন দিয়েছে এফডিএ। এরই মধ্যে ড্রপটি যুক্তরাষ্ট্রে ব্যবহার শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর