রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

চীনে প্রথমবারের মতো খরা সতর্কতা জারি

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫০ বার
আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

প্রথমবারের মতো দেশজুড়ে খরা সতর্কতা জারি করেছে চীন। ইয়াংজি নদীর তীর জুড়ে তীব্র তাপদাহে পুড়তে থাকা ফসল রক্ষায় বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে কর্তৃপক্ষ। দাবানল মোকাবিলায়ও হিমশিম খাচ্ছে তারা।

দক্ষিণপশ্চিমের সিচুয়ান থেকে শুরু করে ইয়াংজি নদীর তীরবর্তী সাংহাই পর্যন্ত বিস্তৃত এলাকা গত কয়েক সপ্তাহ ধরে তাপদাহে পুড়ছে। এরই মধ্যে বৃহস্পতিবার জাতীয় ‘ইয়োলো অ্যালার্ট’ জারি করে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্য চীনের জিয়াংসি প্রদেশে ইয়াংজি নদীর বন্যা অববাহিকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়ং হ্রদটি এই বছর স্বাভাবিকের চেয়ে এক চতুর্থাংশে সঙ্কুচিত হয়েছে।

শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং এলাকার ৬৬টি নদী শুকিয়ে গেছে। চংকিংয়ে এই বছর ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এই এলাকার অন্যতম শহর বেইবেইতে বৃহস্পতিবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর