রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

চিকেনপক্সের মতোই সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট: সিডিসি

রিপোর্টার / ২০১ বার
আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট চিকেনপক্সের মতোই সংক্রামক আর এটি মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক অভ্যন্তরীণ নথিতে এসব কথা বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওই নথিটির খবর সামনে এনেছে।

সিডিসির নথিতে বলা হয়েছে, ভ্যাকসিনের সুরক্ষা ভেঙে ফেলতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে বলা হয়, এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া ও মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশ কমিয়ে আনে টিকা। এছাড়া টিকা ৯০ শতাংশেরও বেশি কঠিন অসুস্থতাকে প্রতিহত করতে পারে। আর সংক্রমণের ঝুঁকি তিন শতাংশ কমিয়ে দেয়। তাই করোনার টিকা নেওয়া মানুষ এ রোগ থেকে তুলনামূলক বেশি নিরাপদ। তবে এটি সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কম কার্যকর।

যুক্তরাষ্ট্রে এখনও ভ্যাকসিন না নেওয়া মানুষের মধ্যে করোনা সংক্রমণের বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। দেশটির বিপুল সংখ্যক মানুষ ভ্যাকসিন নিয়ে দ্বিধায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর