রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

চার মাস পর একদিনে ১২ জনের মৃত্যু

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০৯ বার
আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

দেশে করোনায় ১২ জন মারা গেছেন। সর্বশেষ গত ৫ মার্চ করোনায় একদিনে ১৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এরপর একসঙ্গে এতজন আর মারা যাননি। সেই হিসাবে গত চার মাসের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৯০২ জন। আজকের ১২ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। সুস্থ হয়েছেন ৪৮২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮২৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৩ জন। মারা যাওয়াদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের একজন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ অনুযায়ী, এদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর