রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে বিএনপির আন্দোলন

ভয়েস বাংলা রিপোর্ট / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

বিএনপির আন্দোলনও ঘূর্ণিঝড় মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় মোখা পাশ কাটিয়ে চলে গেছে, বিএনপির আন্দোলনও মোখার মতো পাশ কাটিয়ে চলে গেছে। বিএনপি আবার হাঁটা শুরু করেছে। আমরা চাই বিএনপি হাঁটুক। আওয়ামী লীগের এই নেতা বলেন, মোখা নিয়ে রাজনীতি করা ঠিক না। এটা দুঃখজনক। মির্জা ফখরুল মোখা নিয়ে উপহাস করেছেন। এটা ঠিক হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, সব কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া হয়। দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। দেশে যেহেতু এখন জঙ্গি তৎপরতা নেই সে কারণে বাড়তি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে।

তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নয়, বরং বাড়তি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে। প্রয়োজন না থাকলে বাড়তি নিরাপত্তারও প্রয়োজন নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, কেউ যদি অর্থ দিয়ে বাড়তি নিরাপত্তা চায় সেটা দেয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর