রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

খাদ্যসংকট নিরসনে সরকারকে উপায় উদ্ভাবন করতে হবে: আ স ম রব

রিপোর্টার / ১২৮ বার
আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘করোনা মহামারিতে ১৮ কোটি মানুষের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ। খাদ্য নিরাপত্তায় ন্যূনতম সংকট দেখা দিলে রাষ্ট্র ও সমাজ বড় ধরনের সংকটে নিপতিত হবে। সুতরাং খাদ্যসংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে সরকারকে অবশ্যই কার্যকর উপায় উদ্ভাবন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আ স ম রব বলেন, ‘সরকারকে নিরাপদ খাদ্য মজুদ নিশ্চিত করার জন্য পূর্ব থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ বিভিন্ন বাহিনীর রেশন, নিম্নআয়ের মানুষের জন্য খোলাবাজারে  ন্যায্যমূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি, কাবিখা, বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচিসহ নানা কর্মসূচিতে চাল বিতরণ করতে হয়। সুতরাং সে অনুপাতে সরকারের ভাণ্ডারে খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর