রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

কানাডায় আবারও সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো

ভয়েসবাংলা ডেস্ক / ১১০ বার
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো আবারও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সিটিভি এবং সিবিসি জানিয়েছে লিবারেল সরকার হতে যাচ্ছে। বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লড়াই জিতে সরকার গঠন করতে যাচ্ছেন ট্রুডো।

সোমবার রাতে সিবিসি নিউজ জানায় কানাডা ৪৪তম পার্লামেন্টে বেশিরভাগ আসনেই জয় পেয়েছে লিবারেল পার্টির প্রার্থীরা। তবে দলটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ আসন যোগাড় করতে ব্যর্থ হয়েছে।

সিবিসির হিসাব অনুযায়ী স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত ১৫২টি আসনে লিবারেল প্রার্থীরা জয় পেয়েছেন কিংবা এগিয়ে আছেন। মঙ্গলবার সকালে হাজার হাজার ইমেইল ব্যালট গণনা শুরু হবে। সেকারণে সোমবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাবনা নেই।

বিশ্লেষকরা বলছেন সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় মধ্য আগস্টে আগাম নির্বাচনের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তবে এরিন ও’টুলের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর