রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশের আহ্বান

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩২৫ বার
আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

করোনা মহামারির মতো সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানালো বাংলাদেশ।

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে মঙ্গলবার অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় এই মন্তব্য করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান। বর্তমান মহামারির অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সংবলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তিন দিনের এই বিশেষ অধিবেশন আয়োজন করা হয়েছে।

প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য রয়েছে। আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতকরণের প্রক্রিয়া ও দেন-দরবার শুরুর কথা রয়েছে। সেই বিষয়ে একটি দিকনির্দেশনা চলমান বিশেষ অধিবেশনে নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর