রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ভয়েসবাংলা প্রতিবেদক / ৬০ বার
আপডেট : সোমবার, ২ মে, ২০২২

করোনা মহামারি অতিক্রম করে দুই বছর পরে ঢাকাবাসী আবারও জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

জাতীয় ঈদগাহের ব্যবস্থায় দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জাতীয় ঈদগাহে প্রায় ৩০ হাজার বর্গমিটার জায়গা রয়েছে। ঈদগাহের প্যান্ডেলে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী ভিআইপি ছাড়াও ৩১ জন পুরুষ ও সাড়ে তিন হাজার নারী একসঙ্গে জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

সাধারণত জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। বিগত দুই বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারা দিন পরিবারের সঙ্গে দিন কাটাবেন তিনি।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজেরর জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

জানা গেছে, রাজধানীতে ১ হাজার ৪৬৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আজিমপুর ছাপড়া মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। মসজিদটিতে পরপর ৩টি জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে ২টি জামাত অনুষ্ঠিত হবে, প্রথমটি সকাল ৮টা এবং পরেরটি ৯টায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদে মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৬টায়, সাড়ে ৭টা এবং ৯টায়। দারুস সালামের মাদবর বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৭টা এবং সকাল ৯টায় দুটি জামাত হবে।

কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠেও গত দুই বছর ঈদ জামাত হয়নি। এবার ১৯৫তম জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

কুমিল্লায়  জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেশিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। করোনার কারণে গত দুই বছর বেশি মানুষের সমাগম হয়নি। এবার  লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটবে শাহী ঈদগাহে।

খুলনা ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে।

নাটোরে ৮৩৬টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত সকাল ৭টা ১৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

দিনাজপুর জেলার গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ময়দানটি ২২ একর জমির ওপর অবস্থিত। ঈদের নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী।

চরমোনাই দরবার শরিফ মাঠে বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার সকাল সাড়ে ৮টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। তবে বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের বান্দ রোড কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়।

প্রায় ২৫ হাজার মুসল্লি রংপুর নগরীতে কালেক্টরেট ঈদগাহ ময়দানে অংশ নিতে পারবেন। ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় এই মাঠে অনুষ্ঠিত হবে।

রাজশাহীতে প্রধান জামাত হবে সকাল ৮টায় রাজশাহী শহরের হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর