রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

ওমরাহ’র ভিসা মিলবে ২৪ ঘণ্টায়: সৌদি গেজেট

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬০ বার
আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

ওমরাহ পালনে বিদেশিদের জন্য নিয়ম সহজতর করলো সৌদি আরব। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ওমরাহ ভিজিট ভিসা ইস্যু করা হবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

আগ্রহীদের জন্য ভিসা আবেদনে ইলেকট্রনিক সেবা চালুর ঘোষণা দিয়ে সৌদির হজ এবং ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ এ কথা বলেন। মন্ত্রী বলেন, সৌদি সরকারের ভিশন-২০৩০ অনুযায়ী ওমরাহযাত্রীর সংখ্যা বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। ওমরাহ পালনে সৌদি আরবে আসা সব মুসল্লি কোনও বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন।

এবছর ১০ লাখ মানুষ হজে অংশে নেবেন। এদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার অর্থ্যাৎ ৮৫ শতাংশই বিদেশি। আর দেড়লাখ সৌদির নাগরিক অংশ নেবেন হজে। এ বছরে হজের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য এজেন্সিগুলো কাজ করে যাচ্ছেও বলে জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর