রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানে প্রথম দিন অনুপস্থিত ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ৩৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ৬২৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১০ হাজার ৯৫৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী ৬ হাজার ২৭৫ জন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালের বাংলা-২ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসিতে এবার মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ১৬ হাজার ৬২৭ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী এক লাখ ৪৮ হাজার ২৩৮ জন। এর মধ্যে প্রথম দিন পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪১ হাজার ৯৬৩ জন। পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজার ২৭৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ৬০ হাজার ১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৯ হাজার ৬০ জন।  পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৯৫৮ জন।

উল্লেখ্য, কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মোট অংশ নিয়েছে ১৯ লাখ ৫ হাজার ২১১ জন। এসব পরীক্ষার্থী দেশের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর