রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

এশিয়ান মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০৩ বার
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

এশিয়ান মেন্স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের। শক্তিধর ইরাক-চীনকে হারিয়ে প্রথমবারের মতো পঞ্চম হয়েছ আলিপোর আরজির দল। বাহরাইনে এমন পারফরম্যান্সের পর লাল-সবুজ দলকে সমীহর চোখেই দেখছে সবাই।

এবার সবমিলিয়ে ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইরাককে হারালেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। প্রি-কোয়ার্টার ফাইনালে কাতারকে হারায় তানভীর-মিশুকরা। তবে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়। স্থান নির্ধারণী রুদ্ধশ্বাস ম্যাচে চীনকে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ।

বয়সভিত্তিক আসরে বাংলাদেশের সেরা ফল এটি। অধিনায়ক তানভীর হোসেন তন্ময় বাহরাইনের রিফা থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চিন্তাও করতে পারিনি এমন ফল করবো। টুর্নামেন্টে সবগুলো দলই আমাদের চেয়ে শক্তিশালী ছিল। লক্ষ্য ছিল ভালো করবো। তবে ১৭টি দেশের মধ্যে ৫ম হতে পারবো তা ভাবনায় আসেনি। তানভীর বলেছেন, চীন আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদেরকে হারানোর পর ওরা নিজেরাই অবাক। সবাই এখন অন্য চোখে দেখা শুরু করেছে। বলতে গেলে সমীহ করা শুরু করেছে। আমাদের ইরানি কোচও তাই বলেছেন।

ইরানি কোচের অধীনে একমাস অনুশীলন করেছে দল। এছাড়া আগে থেকেই ঘাম ঝরিয়ে আসছিল যুবারা। তানভীর বলছিলেন, ‘আমরা কঠোর অনুশীলন করেছি। কোচের নির্দেশনা অনুযায়ী খেলেছি। তাতেই সাফল্য এসেছে। সামনের দিকেও এমন সাফল্য ধরে রাখতে চাই। সেপ্টেম্বর বয়সভিত্তিক আরও একটি দল খেলবে দুবাইতে। এরপর ইরানে হবে কিছু দিনের জন্য অনুশীলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর