রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

এবার তৌফিক-ই-ইলাহীর সঙ্গে পিটার হাসের বৈঠক

ভয়েস বাংলা রিপোর্ট / ১২ বার
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (৭ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।

এ বিষয়ে জানতে তৌফিক-ই-ইলাহির ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বৈঠকের বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠকের তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর জ্বালানি একান্ত সচিব মুকতাদির আজিজ বলেন, সকালে স্যারের কার্যালয়ে এসেছিলেন পিটার হাস। সে সময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। তারা বৈঠক করেছেন। কী আলোচনা করেছেন তা জানি না।

এর আগে মঙ্গলবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন পিটার হাস। বৈঠকটি হয় সালমান এফ রহমানের সরকারি কার্যালয়ে। একই দিন দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর