রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

এগ্রিবিজনেসে উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০০ বার
আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এগ্রিবিজনেস তথা কৃষি-বাণিজ্যে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের প্রণোদনা ও সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রফতানি বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের ব্যবসায় দেশের ও বিদেশি উদ্যোক্তাদের সরকার সব সুবিধা দেবে।

সোমবার হোটেল রেডিসন ব্লুর উৎসব হলে বিডা আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের এগ্রিবিজনেস- গ্রোথ বাই ন্যাচার শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সঞ্চালনায় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের আঞ্চলিক শিল্প পরিচালক রানা কারাদশেহ-হাদ্দাদ, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, আমরা সাধারণ জনগণ ও কৃষকের আয় বাড়াতে চাই। সেজন্য আন্তর্জাতিক বাজারে দেশের সতেজ ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রফতানি বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত করে দেশের ভেতর বাজার বিস্তৃত করতে হবে। এটি করতে পারলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং তাদের আয় বাড়বে।

স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী এবং দেশের শিক্ষিত তরুণদের এগ্রিবিজনেসে বিনিয়োগের আহ্বান জানিয়ে কৃষিবিদ ড. রাজ্জাক বলেন, দেশের রফতানি মূলত গার্মেন্টসনির্ভর। এটিকে আমরা বহুমুখী করতে চাই। এক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় হলো কৃষি খাত। বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রচেষ্টায় গত ১২ বছরে কৃষিতে বিস্ময়কর সাফল্যে এসেছে। সব ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অনেক ফসলে আমরা উদ্বৃত্ত। এসব ফসল রফতানি ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি এবং ভ্যালু অ্যাড করাই এখন আমাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর