রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

এখনও ঢাকায় ফিরছে মানুষ

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬২ বার
আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ শুক্রবার ও দেশের বিভিন্ন এলাকা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। শুক্রবার (১৫ জুলাই) ঈদের ৬ষ্ঠ দিনেও  বাস, রেল ও লঞ্চযোগে ঢাকা ঢাকায় ফিরছে তারা।

এদিন সকাল থেকে মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনে ও সদরঘাট লঞ্চ টার্মিনাল  ঘুরে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঢাকায় ফিরছে। তবে ঈদের তৃতীয় ও চতুর্থ দিনে বেশিরভাগ চাকরিজীবী মানুষ ফেরায় বেশি ভিড় ছিল না সড়ক ও নৌ-পরিবহনে।

এখনও ঢাকায় ফিরছে মানুষ

সদরঘাটে এম ভি মিরাজ লঞ্চে ঢাকায় ফিরছেন বেসরকারি চাকরিজীবী ইশাররফ হোসেন। তিনি বলেন,  লঞ্চে বেশি ভিড় ছিল না। মোটামুটি আরাম করে আসতে পেরেছি। দক্ষিণাঞ্চল থেকে সায়েদাবাদে আসা যাত্রীরা জানিয়েছেন, টিকিটের জন্য বেগ পেতে হয়নি। রাস্তায়ও বেশি যানজট ছিল না।

এখনও ঢাকায় ফিরছে মানুষ

কমলাপুর স্টেশনে যাত্রীদের বেশি ভিড় দেখা যায়নি। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আমাদের আজ ৩৭ জোড়া ট্রেন চলাচল করছে। এখনও কর্মজীবী মানুষ ঢাকা ফিরছে। তবে কেউ ছাদে যাতায়াত করছে না।

এখনও ঢাকায় ফিরছে মানুষএখনও ঢাকায় ফিরছে মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর