রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

উন্নয়ন চোখে না পড়লে চোখের ডাক্তার দেখান: প্রধানমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ৪০ বার
আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী বলেন, ওরা অর্থ চোরাচালান করতে পারবে, ওই ১০ ট্রাক অস্ত্র চোরাচালানি করতে পারবে। ও রকম অস্ত্র অর্থ চোরাচালানি, অর্থ আত্মসাৎ এগুলো পারবে। তারা মানুষের কল্যাণে কাজ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না, এটা হলো বাস্তবতা।

পূর্ত কাজের উদ্‌যাপন উপলক্ষে টানেলের পতেঙ্গা প্রান্তে মঞ্চ তৈরি করা হয়। এই প্রান্তে সাজসজ্জা করা হয়। ফেস্টুন, প্ল্যাকার্ডে টানেলের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর ক্ষমতায় থাকা সরকারগুলো চট্টগ্রামের জন্য কিছু করেনি। চট্টগ্রামের অনেক গুরুত্বপূর্ণ অফিস ঢাকায় চলে আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চট্টগ্রামকে আবার নতুনভাবে গড়ে তোলে। চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর