রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

ঈদগাহ মাঠে ব্যবসায়ীকে গুলি

ভয়েসবাংলা প্রতিবেদক / ৬৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২

কুমিল্লায় ঈদগাহ মাঠে মোস্তাক আহমেদ নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ পায়ের হাঁটুতে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। মোস্তাক আহমেদ গোলাবাড়ি এলাকার বাসিন্দা ও মুদি ব্যবসায়ী। এ ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয়রা। পূর্ববিরোধের জের ধরে গোলাবাড়ি এলাকার রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে একই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগাহে থাকা মুসল্লিরা ছোটাছুটি শুরু করেন। সেই সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে খুঁজছে পুলিশ।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পলাশ বিশ্বাস বলেন, মোস্তাকের বাঁ হাঁটুতে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে এসেছে পুলিশ। এ ঘটনার কারণে ঈদগাহ মাঠে একঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, ‌শত্রুতার জের ধরে কয়েকদিন আগে রুবেল আমাকে মারধর করেছিল। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা থাকা সত্ত্বেও গ্রেফতার করছে না পুলিশ। এর আগেও অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়। আজ ঈদগাহে এসে আমার ভাইকে গুলি করে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর