রবিবার, ০২ জুন ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

ই-কমার্স ধামাকা’র সিওও গ্রেফতার

ভয়েসবাংলা প্রতিবেদক / ১২১ বার
আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ধামাকা শপিং ডটকম’র সিওও সিরাজুল ইসলাম রানা ও ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় ‘ধামাকা শপিং ডটকম’র চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন টঙ্গী পশ্চিম থানার উত্তর (আউচপাড়া) এলাকার বাসিন্দা এবং পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী শামীম খান। আসামিরা হলেন ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসিম উদ্দিন চিশতী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয়, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, হিসাব বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক সাফোয়ান আহমেদ, প্রধান ব্যবসা কর্মকর্তা ডি এম ডি দেবকর দে শুভ, নাজিম উদ্দিন আসিফ, উপ-ব্যবস্থাপক আমিরুল হোসাইন, আসিফ চিশতী ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর