রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

ইউরোপে গ্যাস সরবরাহ কমানোর কথা জানালো রাশিয়া

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৮ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমানোর কথা জানিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের তরফে এমন ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গ্যাজপ্রম জানিয়েছে, ইউরোপের অন্তত একটি বৃহৎ গ্রাহকের সঙ্গে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে যা চুক্তি পূরণের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে। গত ১৪ জুলাই গ্যাজপ্রম থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি রয়টার্সের হাতে এসেছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে গ্যাজপ্রমের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস রফতানিতে একচেটিয়া কর্তৃত্ব রয়েছে গ্যাজপ্রমের। তবে পরিস্থিতির কারণে গত ১৪ জুন থেকে সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করা যায়নি। আর এই পরিস্থিতি গ্যাজপ্রমের নিয়ন্ত্রণের বাইরে। একটি ব্যবসায়িক সূত্র রয়টার্সকে জানিয়েছে, চিঠিতে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাসের কথা বলা হয়েছে। এটি জার্মানি এবং দেশটির বাইরে রাশিয়ার গ্যাস সরবরাহের একটি প্রধান রুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর