শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো দায়ী: ভেনেজুয়েলা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৭ বার
আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে দায়ী করেছে রুশ মিত্র ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ন্যাটো ও যুক্তরাষ্ট্র মিনস্ক চুক্তি লঙ্ঘন করেছে।

বিবৃতিতে ইউক্রেন সংকট আরও অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মিনস্ক চুক্তি লাইচ্যুত হওয়া মানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর এতে রুশ ফেডারশনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বাধাগ্রস্ত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন ডনবাসের যুদ্ধ বন্ধে ২০১৪ সালে মস্কো-কিয়েভের মিনস্ক চুক্তি স্বাক্ষর হয়।

ভেনেজুয়েলা এমন সময় অভিযোগ আনলো যখন রুশ সেনারা কিয়েভ দখলের দ্বারপ্রান্তে। কিয়েভের চারপাশে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। সংঘাত বন্ধ করে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে একইদিন তার জবাবে সায়ও দিয়েছে ক্রেমলিন। মিনস্কে আলোচনার জন্য রুশ সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর