রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

আশা করছি শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে: শিক্ষামন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৩ বার
আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

করোনা মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করছি শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে, শিক্ষার্থীদেরও দায়িত্ব রয়েছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শাবির মতো সমস্যা প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর