রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

আবারও লাল দুর্গের রানী শিয়নতেক

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

২০২০ সালে রোলাঁ গাঁরোতে উঁচিয়ে ধরেছিলেন শিরোপা। মাঝে এক বছরের অপেক্ষা। আবারও লাল দুর্গের রানী হলেন ইগা শিয়নতেক। আজ (শনিবার) ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালে কোকো গফকে উড়িয়ে জিতেছেন দ্বিতীয় শিরোপা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিততে সময় নিছে মাত্র একঘণ্টা!

মেয়েদের এককের বর্তমান নাম্বার ওয়ান এই পোলিশ তারকাই। ২১ বছর বয়সী সেটির প্রমাণ রাখলেন ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম ফাইনালে। আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে তিনি দাঁড়াতেই দেননি। হারিয়েছেন সরাসরি ৬-১, ৬-৩ গেমে। ফলে সরাসরি সেটে ম্যাচ জেতার ‍নতুন এক রেকর্ডে ভাগ বসিয়েছেন শিয়নতেক। চলতি শতাব্দীর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩৫তম জয় পেলেন সরাসরি সেটে।

আমেরিকান তরুণী গফ নেমেছিলেন তার প্রথম মেজর ফাইনালে। শিরোপা নির্ধারণী মঞ্চে শুরু থেকেই চাপে ছিলেন ১৮ বছর বয়সী গফ। সেটির ছাপ স্পষ্ট বোঝা গেছে ফাইনালের লড়াইয়ে। কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। প্রথম সেটে তো আক্ষরিক অর্থেই উড়ে গেছেন ‘অভিজ্ঞ’ শিয়নতেকের সামনে। ৬-১ ব্যবধানে গেম জিতে এগিয়ে যান পোলিশ তারকা। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই হলেও ৬-৩ গেমের জয় পেতে কোনও অসুবিধা হয়নি শিয়নতেকের।

২০২০ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে শিরোপার আনন্দ করেছিলেন পোলিশ তারকা। দ্বিতীয়বার লাল দুর্গে ফাইনালে ওঠায় অভিজ্ঞতায় এগিয়ে ছিলেন। তাছাড়া কোর্টে নামার আগে দর্শকদের অনুপ্রেরণা বাড়তি রসদ যোগ করে। বিশেষ করে দেশের ফুটবল তারকা রবার্ত লেভানদোভস্কির উপস্থিতি ভালো করার তাড়না বাড়িয়ে দেয় শিয়নতেকের।

বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার এখন ব্যস্ত জাতীয় দল পোল্যান্ডের খেলায়। চলছে নেশনস লিগের ম্যাচ। মাঝে বিরতি পেয়ে দেশের মেয়ে শিয়নতেককে সমর্থন দিতে এসেছিলেন রোলাঁ গাঁরোতে। খালি হাতে ফেরেননি লেভানদোভস্কি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর