শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

আজ শুরু চ্যাম্পিয়নস লিগ, নামছে কারা?

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

পাগলাটে এক দলবদলের পর ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চটাই ভিন্ন ধারায় এসে দাঁড়িয়েছে। যেই বার্সেলোনা ছিল মেসি নির্ভর। সেই জায়ান্টরা এবার মিশন শুরু করছে প্রাণভোমরাকে ছাড়া! প্রতিপক্ষ ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে তাদের ৮-২ গোলে বিধ্বস্ত করা বায়ার্ন মিউনিখ।

নতুন মৌসুমের প্রথম দিন বার্সা-বায়ার্ন ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। গ্রুপ পর্বের ম্যাচটি দেখাবে সনি টেন-২ ম্যাচ শুরুর আগে বায়ার্ন অবশ্য খোঁচা দিতে ভুল করেনি। ক্লাবটির ফেসবুকে ন্যু ক্যাম্পের একটি ছবি পোস্ট করে বার্সাকে পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছে এভাবে- কালকের (আজকের) শিকারের ময়দান।এমন পরিস্থিতিতেও বার্সা দমে যাচ্ছে না। বরং অধিনায়ক সের্হিয়ো বুশকেৎজকে প্রেরণা জোগাচ্ছে গত আসরে চেলসির চমক জাগানো সাফল্য। তাই মেসি না থাকার পরেও বুশকেৎজ বলেছেন, ‘ফুটবলে যে কোন কিছুই হতে পারে। গত আসরে ফেভারিট না হয়েও চেলসি শিরোপা জিতেছে।’বার্সা কোচ কোম্যানও যেমনটা বলেছেন, তাতে মনে হচ্ছে বায়ার্নর বিপক্ষে প্রতিশোধ নিতে মরিয়া তার দল, ‘বেশ কয়েকজন ওই রাতে ভুগেছে। এটা মানতেই হবে। তবে আমাদেরও সেই ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।’একই দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ রাশিয়ান চ্যাম্পিয়ন জেনিত। এ ম্যাচটিও শুরু রাত ১টায়। সম্প্রচার করবে সনি টেন-১।  রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামছে একইদিন। এদিনসন কাভানি ইনজুরিতে থাকলেও সফররত দলে রয়েছেন পর্তুগিজ তারকা। রাত ১০ টা ৪৫ মিনিটে ম্যাচটি দেখাবে সনি টেন-১। তাদের প্রতিপক্ষ ইয়াং বয়েজ। রাত ১টায় মাঠে নামবে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসও। ম্যাচটি দেখাবে সনি সিক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর