মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

আগামী ১৭ মে কান উৎসবে রাশিয়া নিষিদ্ধ

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৬ বার
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের নাগরিকদের জন্য মঙ্গলজনক পরিস্থিতি ফিরে আসা এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখবে আয়োজকরা। মঙ্গলবার কানের অফিসিয়াল ওয়েবসাইটে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।

এদিকে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ১৭ মে এই আয়োজনের পর্দা উঠবে। দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে ১২ দিনের উৎসবটি চলবে ২৮ মে পর্যন্ত।

বিবৃতিতে উল্লেখ রয়েছে, এবারের উৎসবে আমরা রুশ প্রতিনিধিদের স্বাগত জানাবো না এবং রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত কাউকে কানে উপস্থিত হওয়ার সুযোগ দেবো না।

ইউক্রেনে রুশ হামলা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে মহাসংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া ও দেশটির নেতাদের এমন নেতিবাচক মনোভাবের নিন্দা জানিয়েছে কান উৎসব। আয়োজকদের দৃষ্টিতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একইসঙ্গে ইউক্রেনের জনগণ এবং এর অঞ্চলের বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়েছেন তারা।

ইউক্রেনীয় শিল্পী ও পেশাদার চলচ্চিত্রকর্মী এবং তাদের পরিবারকে নিয়ে কান উৎসব বিশেষভাবে উদ্বিগ্ন, যাদের জীবন এখন হুমকির মুখে। উৎসব আয়োজকদের কথায়, ‘তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের সঙ্গে আমাদের কখনও দেখা হয়নি। আবার অনেককে আমরা ইতোপূর্বে কানে স্বাগত জানিয়েছি। তারা এমন কিছু ছবি নিয়ে এসেছিলেন, যার মাধ্যমে আমরা ইউক্রেনের ইতিহাস ও বর্তমান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।’

রাশিয়াকে নিষিদ্ধ করলেও ইউক্রেনে আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে প্রতিবাদ জানানো কিছু রুশ নাগরিকের সাহসিকতার প্রশংসা করেছে কান উৎসব। তাদের মধ্যে আছেন শিল্পী এবং পেশাদার চলচ্চিত্রকর্মী, যারা ইউক্রেনে অসহনীয় বোমাবর্ষণ করা রুশ শাসকদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।

বিবৃতিতে কানের আয়োজকরা আরও দাবি করেন, ১৯৩৯ সালে চালু হওয়া উৎসবটি শুরু থেকে ফ্যাসিবাদী এবং নাৎসি একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছে। তাদের কথায়, কান সবসময় শিল্পী ও পেশাদার চলচ্চিত্রকর্মীদের উপস্থাপন করবে; যারা শান্তি ও স্বাধীনতা রক্ষায় সহিংসতা, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর