রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

আকস্মিক পদত্যাগের ঘোষণা পাকিস্তানের অর্থমন্ত্রীর

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪১ বার
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

পাকিস্তানে অর্থনৈতিক সংকটের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতি যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির সরকার, তখনই তার পদত্যাগের ঘোষণা এলো। গত চার বছরের কম সময়ে পদত্যাগ করার মধ্যে তিনি পঞ্চম অর্থমন্ত্রী।

রবিবার (২৫ সেপ্টেম্বর) টুইটার বার্তায় তিনি জানান, ‘আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবো। মিফতাহ ইসমাইল ও শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তারা দু’জন পাকিস্তানে ফেরার কথা রয়েছে।

পাকিস্তান সরকার বর্তমানে ব্যাপক অর্থনৈতিক সংকটে রয়েছে। তার মধ্যে চলতি মাসের শুরুতে ভয়াবহ বন্যায় আনুমানিক ৩ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় গত শনিবার বিশ্ব ব্যাংক জানিয়েছে, ইসলামাবাদকে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে তারা। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর