মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

অ্যাম্বুলেন্স ও ডাক্তার চাইলেন চা শ্রমিকরা: প্রধানমন্ত্রীর আশ্বাস

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৪৮ বার
আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকার গলফ মাঠ থেকে চা শ্রমিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে গণভবন থেকে সরাসরি চা শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক চান।

লাক্কাতুরা চা বাগান এলাকার গলফ মাঠে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। সিলেটের অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় নারীদের পক্ষ থেকে চা শ্রমিক শ্যামলী গোয়ালা বলেন, প্রধানমন্ত্রী আপনি ছাড়া আমাদের কেউ নেই। আপনি আমাদের পিতা-মাতা। আমরা যখন আন্দোলন শুরু করি তখন আমাদের একটাই চাওয়া ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে একটিবার কথা বলবো। সেই সময়ে আপনি নিজ থেকে আমাদের হয়ে কথা বলেন এবং আমাদের মজুরি বাড়িয়ে দেন। এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এসময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, আমরা চিকিৎসাসহ নানা ভোগান্তিতে রয়েছি। আমরা অসুস্থ হলে হাসপাতালে যাবো সেই ব্যবস্থা নেই। আমাদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন। সেই সঙ্গে চা শ্রমিকদের চিকিৎসার জন্য বাগানে একজন এমবিবিএস চিকিৎসকের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া তিনি মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর