রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে সাকিব-মিঠুন!

রিপোর্টার / ১৮৯ বার
আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

তামিম ইকবাল ও লিটন দাসের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করেছিলেন নাঈম শেখ ও সৌম্য সরকার। এই মুহূর্তে দলে এই দুজন ছাড়া ওপেনিংয়ে অন্য কোনও বিকল্প নেই। কিন্তু হঠাৎ করে যদি তারাও ইনজুরি কিংবা অফফর্মে চলে যান, তাহলে উপায়? বিকল্প ভেবে রেখেছে বাংলাদেশ। আজ (রবিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তাদের ভাবনায় সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন রয়েছেন।

এক প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেছেন, ‘আমরাও বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। সাকিব আমাদের দলে আছে। আমরা এগিয়ে নিয়ে তাকে দিয়ে ওপেন করাতে পারি। মোহাম্মদ মিঠুন আমাদের দলে ফিরেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে এই ফরম্যাটে তাকে দিয়েও ইনিংস শুরু করাতে পারি আমরা। তারা দুজন আমাদের ভাবনায় আছে, যদি কোনও ওপেনার ইনজুরিতে পড়ে বা অন্য কোনও সমস্যা হয়। আমি মনে করি, আমাদের পর্যাপ্ত খেলোয়াড় আছে।’সাকিব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও টি-টোয়েন্টিতে কখেনোই ওপেনিংয়ে ব্যাট করেননি। তিন থেকে সাত নম্বর পজিশনেই তিনি ব্যাট করেছেন। যদিও মিঠুনের ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ১৭ ম্যাচের মধ্যে ছয়টিতে তিনি ওপেনিংয়ে নেমেছেন।যদিও এই পজিশনে তার সাফল্য নেই। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪১ বলে ৪৭ রান করেছিলেন তিনি ওপেনিংয়ে নেমে। এছাড়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ২৩ রান করেছিলেন ফর্ম খুঁজে বেড়ানো এই ব্যাটসম্যান। সব মিলিয়ে ১৭ ম্যাচে ১০.৫৮ গড়ে মিঠুনের রান ১২৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর