শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

অনলাইন পত্রিকাগুলো মনিটরিং হচ্ছে: সংসদে তথ্যমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ২৬ বার
আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে এবং কয়েকটি সেল ও কমিটি কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার নিবন্ধিত অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টি। মোট ৩৪৬টি অনলাইন পোর্টাল রয়েছে।

অনলাইন পোর্টাল মনিটরিং প্রশ্নে মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদফতর গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল রয়েছে। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃত খবর, গুজব (ফেক নিউজ) মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য পৃথক দুটি কমিটি কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর