বুধবার সকালে সাড়ে ৯টায় কারাগার থেকে বেরিয়ে সাদা রঙের একটি গাড়িতে উঠে ঢাকার পথে রওনা হন পরীমনি। কারা ফটকের বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের দেখা দিতে তিনি গাড়ির সানরুফ খুলে উঠে দাঁড়ান। সেখান থেকেই হাস্যোজ্জ্বল পরীমনিকে হাত নাড়তে দেখা যায় ভক্তদের উদ্দেশ্যে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বুধবার সকালে ঢাকায় ফেরার পথে গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে সেলফি তোলেন চিত্রনায়িকা পরীমনি।
চিত্রগ্রাহকদের ক্যামেরায় ফ্রেম আলাদা নজর কেড়েছে দেশের শীর্ষ নায়িকার হাতে মেহেদীর রঙে লেখা একটি বার্তা। ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখা পরীমনির ওই হাতের ছবি মুহূর্তে ভাইরাল হয় ফেইসবুকে।কার উদ্দেশ্যে পরীমনির এ বার্তা? আসলে কী বোঝাতে চেয়েছেন তিনি? কারাগারে বসেই কি হাতে ওই বার্তা লিখেছেন? এমন সব প্রশ্ন সকাল থেকে ফেইসবুকে ঘুরলেও উত্তর মেলেনি।
কারাগার থেকে বেরিয়ে গাড়ির সানরুফ খুলে সাদা পোশাকে উজ্জ্বল পরীমনি মোবাইল বের করে সেলফিতে ধরেছেন মুক্তির আনন্দ। দুপুরে বনানীর বাসায় পৌঁছে ফুল হাতে, বিস্কুট খেতে খেতে খোশমেজাজে গাড়ি থেকে নেমেছেন, চড়েছেন লিফটে।
কিন্তু কোথাও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এ নায়িকা। ফলে তার হাতে লেখা বার্তার কোনো কুলকিনারাও করতে পারেননি গণমাধ্যমকর্মীরা।
ফেইসবুকে একজন লিখেছেন, গ্রেপ্তার হওয়ার আগে ও পরে যাদের ‘বিরূপ আচরণ ও মনোভাবের’ কবলে পড়েছেন পরীমনি, তাদের ‘বৃদ্ধাঙ্গুলি দেখাতেই’ তার এ অভিনব বার্তা।এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলার কয়েক মাসের ব্যবধানে পরীমনির বনানীর বাসায় অভিযানে যায় র্যাব। তাকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করা হয় থানায়।
তাকে গ্রেপ্তারের পর তিন বার রিমান্ড নেওয়া হয়েছে, যা নিয়ে শাহবাগে এক সমাবেশ থেকে প্রশ্ন তুলেছিলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ বেশ কয়েকজন।