বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনে লাগবে আরও এক সপ্তাহ!
আগামী তিনদিনের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরি নির্মাণ হবে। তবে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি চালু হতে লেগে যাবে আরও এক সপ্তাহ। ল্যাবরেটরি চালু হলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাত্রার ছয় ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে রিপোর্ট পাবেন যাত্রীরা। আর এ পরীক্ষা ভিন্ন ভিন্ন ফি’তে নয় একটি নির্ধারিত ফি’তে করা যাবে।
মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপন নিয়ে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়। সভায় উপস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান। সভায় সভাপতিত্বে করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আর উপস্থিত ছিলেন-আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ছয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ উল আহসান ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, ল্যাবরেটরি নির্মিত হওয়ার পর তা পূর্ণাঙ্গরুপে চালু হতে আরও ৩-৪ দিন সময় লাগবে।