শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
সহিংসতা শুরুর আগেই শুটিং শেষ দীঘির মেট্রোরেলে নাশকতা: ডিইউজে একাংশের সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন রিমান্ডে প্যারিস অলিম্পিক যেন বিশ্ব ক্রীড়াবিদদের মিলনমেলা আন্দোলনকারীদের যেসব দাবি-দাওয়া লিখে দিয়েছিলেন নুর নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানার বিরোধিতা প্রত্যাহার যুক্তরাজ্যের তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রের ওপর হামলা: পররাষ্ট্রমন্ত্রী বিটিভি ভবনে তাণ্ডবের চিহ্ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী বিএনপি-জামাত শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপিয়েছে: কাদের বাংলাদেশকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে ভারত বিএনপি-জামায়াত ক্যাডাররা রাষ্ট্রকে অকার্যকর করতে চেয়েছিল: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি: বাংলাদেশের ‘বিশ্বকাপ’ শুরু!

রিপোর্টার / ৭৫৪ বার
আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষা শুরু আজ (মঙ্গলবার) থেকে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহরা। করোনাভাইরাসের কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই, তবে টিভি পর্দায় উপভোগের সুযোগ থাকছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শুরু আজ সন্ধ্যা ৬টায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লড়াইটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসের পর্দায়। শুধু টিভিতে নয়, অনলাইনেও উপভোগের সুযোগ থাকছে। দেখা যাবে র‌্যাবিটহোলবিডির ইউটিউব চ্যানেলে।

কুড়ি ওভারের ক্রিকেটে দুই দল খুব বেশি মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। সবমিলিয়ে চারবার তারা একে অপরের মুখোমুখি হয়েছে। সেগুলো আবার কোন দ্বি-পাক্ষিক সিরিজে নয়, কেবলই বিশ্বকাপে। এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। সবকিছু মিলিয়ে বহুল প্রতীক্ষিত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে আজ থেকে। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসে।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দলের শেষবার দেখা হয়েছিল পাঁচ বছরেরও বেশি সময় আগে। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা। যেখানে নেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার। তামিম, মুশফিক ও লিটনকে হারিয়ে তাই কিছুটা হলেও খর্বশক্তির দলে পরিণত হয়েছে বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ারও একই দশা। মূল দল আসেনি বাংলাদেশ সফরে। রিলে মেরিডিথ আর অ্যারন ফিঞ্চ ছিটকে গেছেন ইনজুরিতে। আগে থেকেই ছিলেন না স্টিভেন স্মিথ। এছাড়া ব্যক্তিগত কার’ণে আসেননি গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে দু’দলই সেরা ক্রিকেটারদের হারিয়ে কিছুটা খর্বশক্তির। যদিও তাদের লক্ষ্য কিন্তু অভিন্ন! এই সিরিজ দিয়েই বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাচ্ছে। সোমবারের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা বড় সুযোগ স্কিল দেখানোর। এই সিরিজটি জিততে পারলে আমাদের মনোবল আরও বাড়িয়ে দেবে। অন্যতম সেরা দলকে হারাতে প্রথম বল থেকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

এদিকে বিশ্বকাপের আগে শেষ টি টোয়েন্টি সিরিজ বলেই জয়কে ছাপিয়ে সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলঅনুশীলনে অস্ট্রেলিয়া

দুই দলের ভাবনাতে বিশ্বকাপ প্রস্তুতির মহড়া হলেও সিরিজ জিততে মরিয়া প্রত্যেকেই। ম্যাচের আগের দুইদিনের অনুশীলনেই সেটিই ফুটে উঠেছে। বাংলাদেশ দলতো পাওয়ার হিটিং দিয়েই প্রস্তুতি সারলো। এমনকি স্বাগতিক ব্যাটসম্যানরা নেটেও ম্যাচের মুহূর্তে তৈরি করে অনুশীলন করেছে। শেষ বলে প্রয়োজন তিন রান। স্ট্রাইকে সাকিব। বোলার শরিফুল ইসলাম, ওয়াইড ইয়র্কারের ফিল্ডিং সাজিয়ে বল করলেন। সাকিব ব্যাট চালিয়ে ম্যাচ জিতে নিলেন। এভাবেই ছোট ছোট মুহূর্ত তৈরি করে অনুশীলন করেছে বাংলাদেশ। লক্ষ্য একটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজে তাদের চমকে দেওয়া।

তবে শুধু ব্যাটসম্যানরা নয়, প্রস্তুতিতে বোলাররাও নিজেদের নিংড়ে দিয়েছেন। বল হাতে হাত ঘুরিয়েছেন নাসুম আহমেদ-তাইজুল ইসলামরা। ব্যাটিং শেষে আফিফও নিজের বোলিংকে পরখ করেছেন। তবে স্বস্তির বিষয় হলো মোস্তাফিজের সদর্পে বোলিং করা। প্রথমে ছোট রান-আপে বোলিং করে গেলেও ধীরে ধীরে লম্বা হয় রান-আপ। বাড়তে থাকে বলের গতি। শুরুতেই বোলিং করেছিলেন শরিফুল ইসলাম। এরপর তাসকিন আহমেদ-রুবেল হোসেনরা গতির ঝড় তোলেন। সবমিলিয়ে আসল লড়াই শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হয়েছে।

দলে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটার না থাকলেও মাহমুদউল্লাহর পূর্ণ আস্থা রয়েছে তরুণদের উপর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলে গেছেন, ‘সবার প্রতিই আমাদের আস্থা রাখতে হবে। একটি দল হয়ে আমাদের খেলতে হবে। দল হিসেবে খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফল করা সম্ভব।’

তবে বাড়তি চাপ নিচ্ছেন না মাহমুদউল্লাহ, তার কথায়, ‘আমার মনে হয় যদি আমরা অতিরিক্তি চাপ নিয়ে ফেলি, তাহলে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। আমার মনে হয় আমাদের মাইন্ডসেট একটু ক্লিয়ার রেখে খেলা উচিত। যখন যে চ্যালেঞ্জগুলো আসবে, ওইগুলো আমার ক্লিয়ার করতে পারলে আমাদের জন্য ভালো হবে। আমরা যে ধরনের ছন্দে আছি, আশা করি কালকে একটা ভালো ম্যাচ দিয়ে আমরা সিরিজ শুরু করতে পারবো।’

মিরপুরের উইকেট সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। অস্ট্রেলিয়ার সঙ্গে তাই কিছুটা স্লো উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। জিম্বাবুয়ে সিরিজে বিশেষজ্ঞ তিন পেসারের সঙ্গে বাড়তি সৌম্যকে বোলিং করতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে হয়তো একজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার খেলানোর সম্ভাবনা প্রকট। যদিও সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেননি মাহমুদউল্লাহ। তবে যারাই খেলুক, যেমন উইকেটেই খেলা হোক মাহমুদউল্লাহর এক কথা, ‘দল হিসেবে ঝাঁপিয়ে পড়ো।’

টিভি সূচি (মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১)

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

প্রথম টি-টোয়েন্টি

সরাসরি, সন্ধ্যা ৬টা

বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস ও ইউটিউব/র‌্যাবিটহোলবিডি

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান

চতুর্থ টি-টোয়েন্টি

সরাসরি, রাত ৯টা, ইউটিউব/র‌্যাবিটহোলবিডি

টোকিও অলিম্পিক

সরাসরি, বুধবার ভোর ৩-৩০ মিনিট

সনি সিক্স ও সনি টেন ২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর