ডিসেম্বরে ক্যাটরিনা-ভিকির বিয়ে!
বলিউডজুড়ে ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে নানা রসালো আলোচনা চললেও বর-কনের মুখ কুলুপ। বিয়ে নিয়ে কোনো কথা বলতে একেবারেই নারাজ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
তবে থেমে নেই তাদের বিয়ের আয়োজনও। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম নিয়মিতই প্রকাশ করছে তার আপডেট। এসেছে তাদের বিয়ের খাবারের মেন্যুও। ঠিক এমনই সময় জানা গেলো, পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিতে নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে কনের পোশাক পরে পরে দেখছেন ক্যাটরিনা!
জোর গুঞ্জন রয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ে হবে ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখের মধ্যে। রাজস্থানের বিলাসবহুল হোটেলে জোর প্রস্তুতি চলছে। অতিথি তালিকা প্রকাশ পেয়েছে দিন কয়েক আগে। তাতে দেখা গেছে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি ও বরুণ ধাওয়ানের মতো তারকাদের নাম।
জানা যায়, সোয়াই মাধোপুরের নামজাদা সব মিষ্টির দোকানের মালিকেরা তাদের মিষ্টির মেন্যু কার্ড নিয়ে রাজস্থানের হোটেল সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছেন। সেখান থেকে এই তালিকাগুলো মুম্বাইতে ভিকি আর ক্যাটরিনার টিমের কাছে পৌঁছানো হয়েছে।