শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সহিংসতা শুরুর আগেই শুটিং শেষ দীঘির মেট্রোরেলে নাশকতা: ডিইউজে একাংশের সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন রিমান্ডে প্যারিস অলিম্পিক যেন বিশ্ব ক্রীড়াবিদদের মিলনমেলা আন্দোলনকারীদের যেসব দাবি-দাওয়া লিখে দিয়েছিলেন নুর নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানার বিরোধিতা প্রত্যাহার যুক্তরাজ্যের তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রের ওপর হামলা: পররাষ্ট্রমন্ত্রী বিটিভি ভবনে তাণ্ডবের চিহ্ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী বিএনপি-জামাত শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপিয়েছে: কাদের বাংলাদেশকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে ভারত বিএনপি-জামায়াত ক্যাডাররা রাষ্ট্রকে অকার্যকর করতে চেয়েছিল: মুক্তিযুদ্ধমন্ত্রী

দুর্দান্ত ক্যাচের জন্য জয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ২১২ বার
আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটে। চাঁদপুর থেকে উঠে আসা এই তরুণ বঙ্গবন্ধু বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে যান। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বদলি ফিল্ডার হিসেবে নেমে দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়েছেন তিনি। তাই তাকে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। কাকতালীয় ব্যাপার হলো, তার ছেলের নামও জয়!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, জানি আপনারা সবাই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের খেলার জন্য পাঁচবার ফোন করেছেন। ভাবতে পারেন! তিনি টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন। প্রথমে যখন খেলা শুরু হলো তখন তার সঙ্গে কথা হয়েছে। তারপর লিটন দাস সেঞ্চুরি ও মুশফিক হাফ সেঞ্চুরির পর অভিনন্দন জানালেন দুই জনকেই। শেষে তিনি জানতে চেয়েছেন, যে ক্যাচটা ধরলো ওর নাম কী, ওকে পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা তিনি দেখেছেন এবং উপভোগ করেছেন। আমরা অত্যন্ত খুশি।

মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ক্যাচমাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ক্যাচ

জয় মন কেড়ে নেওয়া ক্যাচটি ধরেছেন আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে। দ্বিতীয় বলে মাহমুদউল্লাহর ডেলিভারিতে স্লগ সুইপ করেছিলেন আফগান ব্যাটার মুজিব উর রহমান। কিন্তু কাউ কর্নারে বদলি ফিল্ডার হিসেবে ছিলেন মাহমুদুল হাসান জয়। মুজিবের স্লগ সুইপ ছক্কাই হয়ে যেত। তবে তার দারুণ লাফে সেটি ক্যাচে পরিণত হয়। জয় সীমানার বাইরে লাফিয়ে বল ধরে ফেলেন। কিন্তু ভারসাম্য বজায় রাখতে না পেরে বলটি বাউন্ডারি লাইনের ভেতরে শূন্যে উড়িয়ে দেন। এরপর নিজেকে সামলে সীমানার ভেতর এসে ক্যাচটি ঠিকঠাক ধরে মুজিবকে সাজঘরের পথ দেখান।

মুশফিকুর রহিম ও লিটন দাসমুশফিকুর রহিম ও লিটন দাস

প্রধানমন্ত্রীর শুভেচ্ছায় সিক্ত লিটন ও মুশফিকের ২০২ রানের রেকর্ড জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ৩০৬ রানের সংগ্রহ দাঁড় করায়। লিটন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১৩৬ রানের ইনিংস খেলেন। অন্যদিকে মুশফিক ৮৬ রানে আউট হন। বাংলাদেশ ম্যাচটি ৮৮ রানে জিতে ১ ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর