শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

রোহিঙ্গা গণহত্যা মামলার প্রক্রিয়া আবার শুরু

ভয়েসবাংলা প্রতিবেদক / ৯৪ বার
আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ার পরে মামলার প্রক্রিয়া আবার শুরু করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর ধারাবাহিকতায় আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যে মিয়ানমারকে কাউন্টার মেমোরিয়াল অর্থাৎ তাদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

কোর্টের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশে বলা হয়েছে— ২০২১ সালের ২৩ জুলাইয়ের মধ্যে মিয়ানমারের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত বছরের জানুয়ারিতে মিয়ানমার কোর্টের এখতিয়ারসহ চারটি বিষয় নিয়ে আপত্তি জানালে কোর্টের সাধারণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

গত ২২ জুলাই কোর্ট মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ার পরে প্রক্রিয়াটি আবার চলমান হয়েছে এবং ওই দেশকে এখন তাদের কাউন্টার মেমোরিয়াল জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর