রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

করোনায় আরও ৮ জনের মৃত্যু

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

দেশে করোনায় ৮ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৮৭৯ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৭২ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

মঙ্গলবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজকের ৮ জন দিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪৯ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ৬৬ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৭ জন পুরুষ এবং একজন নারী। এরমধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী এরমধ্যে ঢাকার ৩ জন, খুলনার ২ জন, রংপুরের একজন ও ময়মনসিংহের ২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর