দুই বাংলায় একই সঙ্গে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দুটি ছবি। ১৭ জুন বাংলাদেশে ‘অমানুষ’ ও ভারতে ‘আয় খুকু আয়’ হলে যাচ্ছে। পাশাপাশি অভিনেত্রীর রয়েছে বাড়তি উচ্ছ্বাসও। কারণ এর মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার। কিন্তু বাংলাদেশ বা ভারত নয়, মিথিলা এখন আছেন তানজানিয়া! আর সে কারণে সৃজিত পত্নীর মন খারাপ।
এক ভিডিওবার্তায় মিথিলা বললেন, আমি এই মুহূর্তে অফিসের কাজে তানজানিয়াতে আছি। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন।নিরব ও মিথিলা
মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।
এদিকে, অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় কাজ করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ অনেক অনেক গুণী শিল্পী।
অন্যদিকে, ভারতের কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আয় খুকু আয়’ ছবি। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেখানে মফস্বলের নিম্নমধ্যবিত্ত পরিবারের একজন মা তিনি। ‘আয় খুকু আয়’ মূলত বাবা আর মেয়ের গল্প। এটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু।