সেভেরোডোনেস্কের বেশিরভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে: ইউক্রেনীয় গভর্নর

পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল শহর সেভেরোডোনেস্কের বেশির ভাগ জায়গা রাশিয়া দখল নিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সের্হি হাইদাই। গত কয়েকদিনের তীব্র লড়াইয়ে শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ঘর-বাড়ি অনেকটাই ধ্বংস।
সেভেরোডোনেস্ক শহরের কেন্দ্রে প্রবেশে ভারী অস্ত্র নিয়ে সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। পাল্টা জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, লুহানস্ক অঞ্চলের এই শহরে ইউক্রেনের বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। এ নিয়ে লুহানস্কে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা স্বীকার করে যে তিনমাস ধরে চলা যুদ্ধে শহরটি দখলে প্রত্যাশার চেয়েও অনেক বেশি সময় লাগছে তাদের।
সবশেষ পরিস্থিতি নিয়ে লুহানস্কের আঞ্চললিক গভর্নর সের্হি হাইদাই জানিয়েছেন, জরুরি স্থাপনার বেশিরভাগই ধ্বংস এবং আবাসিক স্থাপনার ৬০ শতাংশই ক্ষতিগ্রস্ত যা মেরামতের অযোগ্য। তিনি আরও বলেন,সেভেরোডোনেস্কের বেশিভাগই জায়গা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। রুশ বাহিনীর গোলাবর্ষণে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সহায়তা বা উদ্ধার করা অসম্ভব হয়ে পড়েছে।
এ নিয়ে মস্কোর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলার কথা তুলে ধরে পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ অ্যাখা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের মিত্রদের আরও ভারী অস্ত্র সহায়তা পাঠাতে আহ্বান জানিয়েছেন তিনি।