রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

শিগগিরই বিএসএমএমইউ-তে লিভার প্রতিস্থাপন: উপাচার্য

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৯৮ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপনের সব ব্যবস্থাই আছে। করোনা পরবর্তী সময়ে এখানে যতদ্রুত সম্ভব লিভার প্রতিস্থাপন কাজ শুরু করা হবে। এ জন্য সব কারিগরি বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সঙ্গে ভারতের চার সদস্যের লিভার প্রতিস্থাপন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি লিভার প্রতিস্থাপন নিয়ে কথা বলেন। সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বাংলাদেশ ও ভারতের সুদীর্ঘকালের সম্প্রীতি তুলে ধরেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন (নার্সিং অনুষদ) অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি পেনক্রিয়েটিক ও লিভার প্রতিস্থাপন সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী, সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিন, ভারতের পক্ষে হায়দ্রাবাদ এইজি হাসপাতালের পরিচালক অ্যান্ড এইচওডি (লিভার প্রতিস্থাপন) ডা. পি বালাচন্দ্র, পরিচালক (লিভার এনেস্থিয়া) ডা. জিভি প্রেম কুমার, এইআইজি হাসপাতালের ভিপি সান্তোষ কুমার সাহো, এআইজি হাসাপাতালের জেনারেল ম্যানেজার নিলাদ্রী বি শ্যামল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতের এ চিকিৎসক প্রতিনিধি দল বাংলাদেশে দুদিন অবস্থান করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের লিভার প্রতিস্থাপনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়ে মতামত দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর