সোমবার সকালে ঢাকায় ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “কোভিডে আক্রান্ত হয়ে কামরুন নাহার রুমা বেশ কয়েক দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে।তার মৃত্যুতে আমরা মর্মাহত এবং গভীরভাবে শোকাহত।”
কামরুন নাহার রুমার বয়স হয়েছিল ৩৯ বছর। ইংরেজি দৈনিক অবজারভারের ক্রীড়া সম্পাদক মসিউর রহমান তার স্বামী। এই দম্পতির কোনো সন্তান নেই।
জাফর ওয়াজেদ জানান, কামরুন নাহারের মরদেহ তার গ্রামে বাড়ি নরসিংদীতে নিয়ে যাওয়া হচ্ছে। আসরের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুন নাহার রুমা পিআইবিতে যোগদানের আগে ক্রীড়া সাংবাদিক হিসেবে বাংলাদেশ অবজারভার এবং ডেইলি অবজারভারে কাজ করেছেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগেও তিনি শিক্ষকতা করেছেন।