বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে এনসিপি: ফারুক ধাক্কা মেরে’ সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু দেশে নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই: জি এম কাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহও হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব পাকিস্তানি রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, জড়িতদের বিচার দাবি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ

স্বস্তিতেই ঢাকায় ফিরছে মানুষ, আছে অভিযোগও

ভয়েসবাংলা প্রতিবেদক / ১১২ বার
আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

একরকম ভোগান্তি ছাড়াই বাসে, লঞ্চে ও ট্রেনে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, আগামীকাল রবিবার থেকে পুরোদমে অফিস-আদালত চালু হবে, আর সোমবার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। সেকারণে আজ শনিবার ট্রেন-লঞ্চে যাত্রীর কিছুটা চাপ রয়েছে। তারপরও অন্যান্য বছরের তুলনায় যাত্রা স্বস্তির হয়েছে। তবে কিছু কিছু ট্রেন বিলম্বে ঢাকায় পৌঁছা এবং কিছু বাসে ও লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ করেছেন কেউ কেউ।

শনিবার (৭ মে) ভোরে দেখা গেছে, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, টেকনিক্যাল, কল্যাণপুর একটির পর একটি বাস এসে থামছে। আর যাত্রীরা নেমে যাচ্ছেন। একইরকম চিত্র কমলাপুর, এয়ারপোর্ট রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের। পরিবার–পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে তারা কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। তবে ঈদের আগে বাড়িতে ফিরতে না পারা অনেক ঘরমুখীও যাত্রীকেও রাজধানী ছাড়তে দেখা গেছে।

বগুড়া থেকে বাসে ঢাকায় আসা যাত্রী লাভলু বলেন, ‘ঈদের ছুটির সঙ্গে গত বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিয়েছিলাম, আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি; তাই সবমিলিয়ে এবার ঈদে লম্বা ছুটি পেয়েছিলাম। এর ফলে গ্রামের বাড়িতে বেশি বেড়াতেও পেরেছি। তবে ৯ মে সন্তানদের স্কুল খোলায় এবং রবিবার থেকে আমার অফিস শুরু হওয়ায় একদিন আগেই ঢাকায় এসেছি। বাসায় কিছু কাজ আছে, সেগুলো এই একদিনে করবো।

ঈদযাত্রা (1)

রাস্তায় কিছুটা যানজট থাকলেও ঢাকায় আসতে খুব একটা সমস্যা হয়নি বলেও জানান তিনি। বলেন, এবার ফেরিতে একটু সময় লেগেছে। তা না হলে তেমন ভোগান্তি ছিল না।

নাবিল পরিবহনের বাসচালক রহম হোসেন বলেন, সড়কে এবার যাত্রীর চাপ নেই। মোটরসাইকেলেও মানুষ আসছে। তাই যাত্রী কম। তিনি বলেন, ঈদ ছাড়া ঝালকাঠি থেকে ঢাকার সাধারণ ভাড়ার চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা বেশি নিয়েছে।

ঈদযাত্রা (2)

নাসিমা নামে এক নারী অভিযোগ করে বলেন, স্বাভাবিক সময় যাত্রীদের টেনে টেনে বাসে তোলে, তখন টিকিটের দামও কম থাকে। এখন দেখি বাস ভাড়া বেশি। এটা কেন হয়? একই গাড়ি, একই পথ, একই যাত্রী; তাহলে ভাড়া বেড়ে যায় কীভাবে? তবে বাস চালকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। রাসেল নামে সাকুরা পরিবহনের এক বাসচালক বলেন, সাধারণ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়। আসলে সেটা নির্ধারিত ভাড়া না। ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়েছে। তাই যাত্রীরা ভাবছে বেশি নেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ভিড় দেখা গেছে দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের। তারা বলছেন, লঞ্চে বেশ ভিড় থাকলেও অন্যান্য বছরের তুলনায় অনেকটা স্বস্তিতেই নগরে ফিরতে পারছেন। বাসের মতো কিছু কিছু লঞ্চেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা ট্রেনগুলোতেও যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে লঞ্চ-বাসের মতো এবার ট্রেনের যাত্রা নিয়েও সন্তুষ্ট যাত্রীরা।

ট্রেনে ফেরা

টাঙ্গাইল থেকে পরিবার নিয়ে ঢাকায় ফেরা যাত্রী জাকির হোসেন বলেন, ভিড় ছিল। আসলে ঈদ উপলক্ষে এটুকু ভিড়তো থাকেই। তবে এবার ট্রনে বাড়ি আসা যাওয়ায় কোনও সমস্যা হয় নাই। যারা টিকেট পায়নি তারা হয়তো দাঁড়িয়ে এসেছেন। সবারই তো আসার তাড়া আছে। তবে কিছু কিছু ট্রেন বিলম্বে ঢাকায় ঢুকেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। পঞ্চগড় থেকে একতা একপ্রেসে  করে আসা চাকরিজীবী যাত্রী গোলাম রাব্বী বলেন, ট্রেন লেট ছিল। ঢাকায় আসতে প্রায় ১৫ ঘণ্টা সময় লেগে গেছে। আর অসম্ভব রকমের যাত্রীর চাপ ছিল। টয়লেটের গেটের সামনে পর্যন্ত লোক বসে ছিল। টিকিট পেতেও অনেক সমস্যা হয়েছে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, ঈদের ছুটি শেষে অনেকে ঢাকায় ফিরছেন। কাল রবিবার থেকে অফিস আদালত পুরোদমে চালু হবে। এজন্য আজ একটু চাপ থাকবে স্বাভাবিক। তবে আমরা বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর