সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের কাছে ঢাবি ছাত্র খুন

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি’র পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফটকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২৫) বহিরাগতদের হাতে খুন হয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
বুধবার (১৪ মে) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেটে সাম্যের মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।
এরপর বন্ধু ও প্রতক্ষ্যদর্শীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।দায়িত্বরত চিকিৎসক সৌম্যকে মৃত ঘোষণা করেন।
সাম্য নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।
এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নিহত সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা। বিগত ফ্যাসিস্টের আমলে রাজপথে তার অনেক ভূমিকা ছিল। জুলাই-আগস্ট আন্দোলনে তার ভূমিকা ছিল। আমরা আমাদের সহযোদ্ধা হত্যার বিচার দাবি করছি। যে বা যারাই খুনি হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।