পাকিস্তানের গোলায় নিহত ভারতের সরকারি কর্মকর্তা

পাকিস্তানের অব্যাহত গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মিরের রাজৌরিতে অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। হামলায় তার ঘরবাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, শনিবার (১০ মে) ভোরে পাকিস্তানের হামলায় নিহত হন ওই কর্মকর্তা। শুক্রবার রাত থেকেই কাশ্মিরের রাজৌরি ও রাজধানী শ্রীনগরসহ বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা চালিয়ে আসছে পাকিস্তান।
রাজ কুমার থাপ্পার নিহত হওয়ার খবর জানিয়েছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি রাজ কুমার থাপার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ নামে পালটা জবাব পাকিস্তানের
ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমরা জম্মু-কাশ্মির প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলা জুড়ে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
ওমর আব্দুল্লাহ আরও লিখেছেন, এ ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার কোনো ভাষা আমার নেই। তার আত্মা শান্তিতে থাকুক।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইম জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে থাপ্পার বাড়িতে একটি গোলা আঘাত হানে। একাধিক বিস্ফোরণের শব্দ শুনে তিনি তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং তারপর তার বাড়ির ভেতরে চলে যান। গোলাটি থাপ্পার ঘরে আঘাত করে।
শনিবার সকালে জম্মু ও কাশ্মিরের বেশ কয়েকটি শহরেই বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে মানুষের।