রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

পাকিস্তানি হামলা ‘সরাসরি উসকানি’: ভারতীয় সেনাবাহিনী

রিপোর্টার / ৩ বার
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে চলমান উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে পাকিস্তান।

শনিবার (১০ মে) ভোর ৫টার দিকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের খাসা সেনানিবাসের ওপর পাকিস্তানের একাধিক সশস্ত্র ড্রোন উড়তে দেখেছে ভারতীয় সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো শত্রুপক্ষের ড্রোনগুলোয় তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। তারা সরাসরি উসকানি দিচ্ছে।

পাকিস্তানের গোলায় নিহত ভারতের সরকারি কর্মকর্তা

ভারতীয় সেনাবাহিনী আরও বলছে, ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের এমন প্রচেষ্টা অগ্রহণযোগ্য। ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দেবে।

এর আগে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত। ওই সময়ই পাকিস্তান বলেছিল, তারাও ভারতকে পালটা জবাব দেবে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ নামে পালটা জবাব পাকিস্তানের

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে— পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার এই খবর এলো।

পাকিস্তান দাবি করেছে, তাদের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে ভারত। এর মধ্যে একটি রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের এ দাবির পরিপ্রেক্ষিতে অবশ্য ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর