সচিবালয়-যমুনার আশপাশে ফের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রায় ফের নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১০ মে) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এসব এলাকায় সভা-সমাবেশসহ গণজমায়েতে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনার আশপাশে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টো রোড এলাকায় কোনো সভা-সমাবেশ করা যাবে না।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এবার শাহবাগসহ যমুনা-সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
এর আগে গত ২৫ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকার কথা জানিয়েছিল ডিএমপি।
ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থাতেই গত ১৩ মার্চ ফের গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। ওই গণবিজ্ঞপ্তিতেও বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থাতেই তৃতীয়বারের মতো সচিবালয় ও যমুনাসহ এর আশপাশের এলাকাগুলোতে নিষেধাজ্ঞা জারি করল ডিএমপি।
রাতভর অবস্থান, সকালেও যমুনার সামনে বিক্ষোভ
অবশ্য এই নিষেধাজ্ঞার মধ্যেই অবশ্য বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জমায়েত নিয়ে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সে জমায়েতে পরে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যরাও।
রাতভর যমুনার সামনে অবস্থানের পর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্তও আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে বিকেলে সমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগে গিয়ে অবস্থান নেন সবাই। শুক্রবার রাতভর সেখানে অবস্থানের পর ভোর থেকে বিরতি দিয়ে শনিবার বিকেল ৩টায় ফের গণজমায়েত শুরু হয়েছে শাহবাগ মোড়ে।