শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

পাকিস্তানের হামলা: ধর্মশালায় আইপিএলের ম্যাচ বাতিল

রিপোর্টার / ২ বার
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫

ভারতশাসিত কাশ্মির ও পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলার কারণে হিমাচলের ধর্মশালায় চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসটি বাতিল করা হয়েছে। আগামী ১১ মে একই ভেন্যুর আরেকটি ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটের আহমেদাবাদ শহরে।

বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল ধর্মশালা স্টেডিয়ামের ম্যাচটি। বৃষ্টির কারণে সেটি শুরু হয়েছে প্রায় আধা ঘণ্টা পর।

খেলা শুরুর পর প্রথম ইনিংসের অর্ধেক যেতে না যেতেই বন্ধ মাঠের ফ্লাডলাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায়। এরপর একে একে নিভে যায় বাকি ফ্লাডলাইটও। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট নাগাদ ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এ সময় স্টেডিয়াম খালি করে দিয়ে সব আলো নিভিয়ে দেওয়া হয়।

এবার ভারতশাসিত কাশ্মিরে হামলা পাকিস্তানের

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্টেডিয়ামের ফ্লাইডলাইট টাওয়ারে গোলোযোগ দেখা দিলে ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে। এ ঘটনায় বিসিসিআই দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিসিসিআই বিদ্যুৎ বিভ্রাটের কথা জানালেও গণমাধ্যমগুলো বলছে, জম্মু ও পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হলে বেশ কয়েকটি শহর হামলার সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। একই কারণেই ধর্মশালার ম্যাচটিও বাতিল করা হয়েছে।

ম্যাচ বাতিল হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে। ৩৪ বলে ৭০ রান করে আউট হয়েছেন প্রিয়াংশ আর্য। প্রাভসিমরান সিং অপরাজিত ছিলেন ২৮ বলে ৫০ রানে। প্রিয়াংশর আউটের পর নতুন ব্যাটার নামার আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

ধর্মশালায় আইপিএলের এর পরের ম্যাচটি ছিল আগামী ১১ মে। পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যেকার ওই ম্যাচটি অবশ্য বৃহস্পতিবার বিকেলেই ঘোষণা দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে।

শুধু আইপিএল নয়, ড্রোন হামলার কারণে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ম্যাচও। করাচির রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ওই হামলায় পেশায়ার-করাচি ম্যাচটি বল মাঠে গড়ানোর আগেই স্থগিত ঘোষণা করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি।

একই স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হওয়ার কথা রয়েছে লাহোর ও পেশোয়ারের। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান হামলা-পালটা হামলার ডামাডোলের মধ্যে ওই ম্যাচটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর