শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান সংঘাত: ৫ শতাধিক ফ্লাইট বাতিল

রিপোর্টার / ১০ বার
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে তিন শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে ১৩৫টি এবং ভারতে ৪১৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

ভারতের হামলার পর পাকিস্তানের আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনস দেশটির ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ।

এমিরেটস জানিয়েছে, তারা বুধবার দুবাই থেকে সিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারের ফ্লাইট বাতিল করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে। তবে করাচিগামী ফ্লাইট চালু থাকবে।

ইতিহাদ জানিয়েছে, তারা বুধবার করাচি, লাহোর ও ইসলামাবাদের ফ্লাইট বাতিল করেছে এবং কিছু ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সময় বাড়তে পারে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তারা সাময়িকভাবে দেশটির সব ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি জানায়, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

অন্যদিকে, ভারতের এয়ারলাইনসগুলোও উত্তরাঞ্চলের কিছু রুটে সতর্কতা জারি করেছে। স্পাইসজেট জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দর বন্ধ রয়েছে। এই রুটে সমস্ত আগমন ও প্রস্থান ফ্লাইট এবং সংশ্লিষ্ট অন্যান্য ফ্লাইটে প্রভাব পড়তে পারে।

বুধবার ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ইউরোপগামী ও ইউরোপফেরত অনেক আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে। এরই মধ্যে দুই ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর