সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

রিপোর্টার / ১ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শান্তদের সামনে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামের এ ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে সিলেটে বৃষ্টির দাপটে বিঘ্ন ঘটলেও, এই টেস্টে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। সকাল থেকেই ঝলমলে রোদ দেখা যাচ্ছে, এবং আগামী চার দিনেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।

সিলেটে তিন উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তাই ঘরের মাঠে সিরিজ সমতায় ফিরিয়ে আনতে মরিয়া সাকিব-মুশফিকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেরা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস রয় ওয়েলচ ও শন উইলিয়ামস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর