বাংলাদেশ-ভারতের ম্যাচ আজ সন্ধ্যায়

দীর্ঘ চার বছর পর ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হবে লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী হামজা চৌধুরীর। এ কারণে এ ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ-ভারত দুই দেশেই।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের শিলংয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দল।
এই ম্যাচ ও হামজা চৌধুরীর অভিষেক ঘিরে যে উন্মাদনা ছড়িয়েছে, তা বাংলাদেশ থেকে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। ম্যাচটি তারা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি টি-স্পোর্টসের অ্যাপেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
হামজা-সুনীল টক্করের ম্যাচ ঘিরে শিলংজুড়ে ফুটবল জ্বর
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আরও আছে হংকং ও সিঙ্গাপুর। বাছাইয়ের গ্রুপ পর্বের এই খেলাগুলো হবে ডাবল লিগ হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে। এই রাউন্ড শেষে শীর্ষ দল সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। সৌদি আরবে ২৪ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট।
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটে গত কয়েক বছরে সে উত্তেজনার বহির্প্রকাশ দেখা গেলেও ফুটবলে গত চার বছরে সে সুযোগ আসেনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লাও হালকা। ২০০৩ সালে সবশেষ দেশটির বিরুদ্ধে জয় এসেছে ফুটবলে। এবার হামজাকে নিয়ে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
অপেক্ষা তো আর ঘণ্টা ছয়েকের। দেখা যাক, হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন।