ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, জড়িতদের বিচার দাবি

ঢাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ মঞ্চের ধর্ষণবিরোধী গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে গতকাল পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন।
দোষীদের শাস্তি দাবি করে তারা বলেন, ‘সারাদেশে অব্যাহতভাবে নারী নিপীড়ন, ধর্ষণের ঘটনায় দেশের মানুষ বিচার ও নিরাপদ পরিবেশের দাবিতে রাজপথে নেমেছে। চলমান এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পেলাম গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সেই নারীরাই হামলার শিকার হলো। এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
‘একই সাথে আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানে নারীরা বীরত্বের সাথে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। অসংখ্য ছাত্র-ছাত্রী-নারী-শিশু প্রাণ দিয়েছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে। নারী -পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানে লড়াই করেছে। তখন আমরা দেখিনি যে কোনো নারী আক্রান্ত হয়েছেন। অথচ পরবর্তী সময়ে নারীর প্রতি মোরাল পুলিশিং, মব ভায়োলেন্স এর ঘটনা ঘটছে। ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার এ দায় এড়াতে পারেন না।’
সর্বোপরি আমরা বলতে চাই আজকের এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশে চলমান নারীর ওপর নিপীড়ন ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিশেষ ট্রাইবুনালে বিচারিক প্রক্রিয়া দ্রুত পরিচালনা করে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।