বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

প্রবাসীদের জন্য আসছে ‘প্রক্সি ভোটিং’ সিস্টেম: ইসি সানাউল্লাহ

রিপোর্টার / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোটের পরিকল্পনায় প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্। মঙ্গলবার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মো. সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পূরণে এই উদ্যোগ নিয়েছে কমিশন। প্রচলিত আইন ও নিয়ম, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, ৩৪টি দেশের ৪৪টি মিশনের মতামত এবং সংস্কার কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে আমরা প্রক্সি ভোটের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশীরা অ্যাপের মাধ্যমে দেশে থাকা প্রতিনিধি নির্বাচন করবেন। ভোটের দিন সেই ব্যক্তি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। তবে সম্পূর্ণ কার্যপদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামীতে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইন সংশোধন করে অ্যাপ তৈরি করা হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ‘ইসির এ সংক্রান্ত কমিটির ফাইন্ডিং হচ্ছে, পোস্টাল ব্যালট কার্যকরী নয়। কারণ প্রবাসীদের জন্য বর্তমানে যে পদ্ধতি আছে ভোট দেওয়ার অর্থাৎ পোস্টাল ব্যালট সিস্টেম এটি অচল সিস্টেম। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি। গত সংসদ নির্বাচনে দেশে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৪৩৩টি। এই পদ্ধতিতে ব্যালট ছাপানোর পর সময় থাকে ১২-১৫দিন। অথচ সময় দরকার ৩০-৪০ দিন।
ইসির কমিটি তিনটি পদ্ধতি- পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোটের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। তিনটির মধ্যে প্রথম দুটি ট্রায়ালের জন্য প্রস্তাব করেছে। তবে আগামী নির্বাচনের জন্য প্রক্সি ভোটে প্রাধান্য দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর